সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে মসিউর রহমানের নৈশভোজ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে মসিউর রহমানের নৈশভোজ

কিশোরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আপ্যায়ন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। গত সোমবার রাতে শহরের বত্রিশ এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে এই নৈশভোজের আয়োজন করা হয়।

এতে সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. জিল্লুর রহমান, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জেলা মহিলা আ.লীগের সভাপতি দিলারা বেগম আসমা, পৌরমেয়র পারভেজ মিয়া, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি প্রমুখ। এছাড়াও আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা নৈশভোজে উপস্থিত ছিলেন।   

টিএইচ