বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে সড়কের বেহাল দশা দুর্ভোগ চরমে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সড়কের বেহাল দশা দুর্ভোগ চরমে

কিশোরগঞ্জ সদর উপজেলার গাছবাজার-কাশোরারচর গালিমগাজী সড়কের বাদে শোলাকিয়া এলাকায় ও কিশোরগঞ্জ-নিকলী সড়কের বৌলাই নাকভাংগা এলাকায় সড়কের বেহাল দশায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সদর উপজেলার গাছবাজার বাদে শোলাকিয়া এলাকায় ও বৌলাই ইউনিয়নের নাকভাংগা এলাকায়  খানাখন্দে ভরা সড়ক দুটিতে এ চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা যায়, সড়ক দুটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে পথচারীদের চলাচলে অসুবিধাসহ যান চলাচলেও বিঘ্ন ঘটছে। সামান্য বৃষ্টিপাত হলেই পানি জমে গর্তগুলো ডুবে যায়। 

এ সময় গাড়ি চালকরা বুঝতে পারে না কোথায় গর্ত রয়েছে ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, এ সড়ক দুটি দিয়ে হাজারো মানুষ উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে। বিকল্প কোনো রাস্তা না থাকায় বছরের বেশিরভাগ সময় এলাকাবাসীর বাধ্য হয়েই কাঁদাপানি দিয়েই চলাচল করতে হয়। 

সরেজমিন দেখা গেছে, এ দুটি রাস্তার মাঝখানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। তাতে জমেছে বৃষ্টির পানি। চলাচল করতে পারছে না যানবাহন। এমনকি হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য। রাস্তা দুটি সংস্কার হলে একদিকে যেমন স্কুলগামী ছাত্র-ছাত্রী ও লোকজনের যাতায়াতে ভোগান্তি কমবে, অন্যদিকে এলাকার কৃষকেরা ধান, পাট, শাক-সবজি কম খরচে বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন। 

সড়ক দুটির এ অবস্থার জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত-শত শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দুটি দ্রুত মেরামত করার জন্য স্থানীয় ও পথচারীরা দাবি জানান।

টিএইচ