বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন সদস্য সচিব শহীদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন সদস্য সচিব শহীদ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গত শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট এ আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আংশিক আহ্বায়ক কমিটিতে স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবু নাসের সুমনকে আহ্বায়ক, সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার শহীদকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

টিএইচ