বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুমিল্লায় গাঁজাগাছসহ নারী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গাঁজাগাছসহ নারী গ্রেপ্তার

কুমিল্লার বরুড়ার গালিমপুর এলাকায় গাঁজার বাগানে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে ৩০ টি গাঁজাগাছসহ বাগানের মালিক পেয়ারা বেগমকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার ওজন আনুমানিক ২৪ কেজি বলে জানিয়েছে বরুড়া থানা পুলিশ।

বরুড়া থানা ওসির দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মীর রেজাউল ইসলামের সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নি.) আলী মর্তুজা ফোর্সসহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বরুড়া থানাধীন ১১নং গালিমপুর ইউনিয়ন ০৫নং ওয়ার্ডের সবুজের ঘর সংলগ্ন পশ্চিম পাশ থেকে ৩০টি গাঁজার গাছসহ পেয়ারা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারী কুমিল্লা জেলার বরুড়া থানার গালিমপুর ইউনিয়নের সেলিমের স্ত্রী। 

এ বিষয়ে বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, গ্রেপ্তার পেয়ারা বেগমের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ পলাতক রয়েছে। সবুজকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ। 

এ ঘটনায় এসআই মো. আলী মর্তুজা বাদী হয়ে বাগানের মালিক পেয়ারা বেগমের বিরুদ্ধে বরুড়া থানায় মামলা করে। 

পুলিশ আরো জানায়, পেয়ারা বেগম ও তার ছেলে সবুজ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। ওই তথ্য পেয়েই পুলিশ সবুজের বাড়িতে অভিযান পরিচালনা করে। তাদের বিরুদ্ধে ররুড়া থানায় মামলা গ্রহণ করা হচ্ছে। পলাতক আসামি সবুজ (২৫), পিতা-সেলিম, মাতা-পেয়ারা বেগম, সাং-গালিমপুর, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা। বরুড়া থানার অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা রক্ষায় কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বরুড়া থানা পুলিশ।

টিএইচ