কুমিল্লা নগরীতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে মামলার দুজন ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার (১৫ জুলাই) এতথ্য জানান জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম-সেবা,পিপিএম।
তিনি বলেন, গত ১৩ জুলাই নগরীর রানীর দিঘীরপাড় থেকে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে তার সঙ্গে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাই করে ব্যাটারিচালিত অটোরিক্সা করে পালিয়ে যায়।
এ ঘটনায় ১৪ জুলাই ভূক্তভোগি সবুজ কোতয়ালী মডেল থানায় মামলা করেন। এনিয়ে পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গত রোববার রাতে নগরীর
মুরাদপুর থেকে মো. রকি (১৯) ও পশ্চিম ঠাকুরপাড়া এলাকা থেকে আল মোকাদ্দিম রিয়াজতে (২৫) গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহূত একটি চাপাতি ও একটি ছেনি জব্দ করা হয়। এছাড়া ছিনতাইকৃত চার হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রকি নগরীর রানীর দক্ষিণ চর্থা এলাকার শাহআলম মিয়ার ছেলে ও আল মোকাদ্দিম রিয়াজ নগরীর রানীর বাজারের নোনাবাদ কলোনী এলাকার সৈয়দ আহম্মদ খোকনের ছেলে। রিয়াজের বিরুদ্ধে থানায় ৪টি মামলা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন শহর ও আশপাশ এলাকায় ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক দীনেশ চন্দ্র দাশগুপ্তসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টিএইচ