বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুমিল্লায় চোরাই অটোরিকশাসহ আটক ৯ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় চোরাই অটোরিকশাসহ আটক ৯ 

কুমিল্লা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫টি চোরাই ব্যাটারিচালিত অটোরিক্সাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি পুরাতন ব্যাটারিচালিত অটোরিক্সা (ফাইটার), ৩টি পুরাতন ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) জব্দ করা হয়।

 সোমবার (২৭ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার  কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এতথ্য জানান, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান।
    
গ্রেপ্তাররা মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বেহুতা গ্রামের আনজু আলীর ছেলে সহিদুল ইসলাম (৩০), কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার নুরু মিয়ার ছেলে মো. রুবেল (২৮), চান্দিনা উপজেলার অম্বরপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মোহাম্মদ শরীফ (৩২), লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের সোন্ডা গ্রামের  মো. সাইদুল হকের ছেলে মো. শাহ ইমরান ওরফে শাহীন (৩৪), চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মো. ছারু মিয়ার ছেলে মো. রুবেল (২৫), একই উপজেলার মহিচাইল ইউনিয়নের সাকুচ গ্রমের আবু তাহেরের ছেলে মো. ছাদেক হোসেন (৩৭), চান্দনা উপজেলার ইলিয়টগঞ্জ মুরাদনগর জসীম মেম্বারের বাড়ির মৃত আরব আলীর ছেলে মো. লিটন (৩২), সদর দক্ষিণ থানার শাকতলা শহিদ মাস্টারের বাড়ির ভাড়াটিয়া  মৃত গাছ ব্যাপারী কাশেমের ছেলে দেলোয়ার হোসেন (৩০) চাঁদপুর জেলার কচুয়া থানার কুটিয়া লক্ষ্মীপুর গ্রামের এবাদ উল্লাহর ছেলে মো. মানিক হোসেন (২৭)।

তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী চাঙ্গীনি এলাকার  ফজলুর রহমান জুম্মার নামাজ আদায় করতে গেলে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি অজ্ঞাতনামা চোর নিয়ে যায়। এতে তিনি সদর দক্ষিণ মডেল থানায় একটি চুরির মামলা করলে ওই মামলার সূত্র ধরে কুমিল্লার জেলা গোয়েন্দা শাখার একটি টিম গত রোবাবর থেকে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওই অটোরিকশাসহ আরো ০৪টি অটোরিকশা ০৫টি ব্যাটারিচালিত অটোরিক্সা/টমটম উদ্ধার করে এবং পেশাদার চোর চক্রের ০৯জন সদস্যকে গ্রেপ্তার করে। 

এসময়, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে রং পরিবর্তনসহ গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে কুমিল্লাসহ আশপাশ জেলায় বিক্রয় করে। চোর চক্রের মূল হোতা মো. সাইদুর ওরফে সহিদুল ইসলাম (৩০), মো. রুবেল (২৮) এবং শরীফ (৩২) বিভিন্ন স্থান থেকে চুরি করে অন্য গ্রেপ্তার চোরদের কাছে বিক্রয় করে।

এসময়  আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি রাজেশ বড়ুয়া, জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর শাহেদ পারভেজ। 

টিএইচ