রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কুমিল্লায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে প্রেমু গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

মো. সাইফুল ইসলাম রুবেল উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামের মো. সফিকুল ইসলামের পুত্র। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলে নেতা আব্দুর রাজ্জাক  রুবেল হত্যা মামলার এজহারভূক্ত আসামি।

তিনি গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার নিউমার্কেট ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা এবং গুলিবর্ষণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। 

এ ব্যপারে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, বর্তমানে সে ডিবি পুলিশের হেফাজতে আছে। তার বিরুদ্ধে রুবেল হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

টিএইচ