সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কুমিল্লায় ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার টাকার মালামাল জব্দ গ্রেপ্তার ২৫২ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার টাকার মালামাল জব্দ গ্রেপ্তার ২৫২ 

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার (৭৬,৫০,০০০) টাকার অবৈধ অস্ত্র, গুলি, মাদক ও ভারতীয় শাড়ি-থ্রিপিস, প্রাইভেটকার, চোরাচালানকৃত মোটরসাইকেল, মোবাইল ফোন, সিগারেট, স্টেশনারি মালামাল জব্দ করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে শনিবার (০১ এপ্রিল) সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি  জানান, কুমিল্লায় গত মার্চ মাসে ২২১টি মামলা, গাঁজা ১৮২২.১০০ কেজি , ফেন্সিডিল ৩১১৮ বোতল, ইয়াবা ২৭০৯৫ পিস এবং অন্য মাদকদ্রব্য ১২৮ বোতল উদ্ধার করা হয়। 

এ সংক্রান্তে ২৫২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। ৩টি অস্ত্র মামলায় তিনজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। এবং তাদের কাছ থেকে ০১টি দোনলা পিস্তল, ০১টি পাইপগান, ০২টি কার্তুজ, ০২ রাউন্ড গুলি ও ০৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ০৯টি চোরাচালান মামলায় ১০ জন চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়। 

এসময় ১১৪১ পিস ভারতীয় শাড়ি-থ্রিপিস, ১৮০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২০ প্যাকেট সিগারেট, বিপুল পরিমান আতশবাজী ও বিভিন্ন স্টেশনারি সামগ্রীসহ ০২টি প্রাইভেটকার ও ০২টি চোরাচালানকৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চোরাচালানকৃত মালামালের সর্বমোট মূল্য অনুমান ৭৬ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৮টি চোরাই ও অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক)  রাজন কুমার দাস, চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

টিএইচ