শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে কুমিল্লায় কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারদের কাছ থেকে বিদেশি পিস্তলের পাশাপাশি একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন- সদর উপজেলার আড়াইওড়া গ্রামের আবদুল আউয়ালের পুত্র মো. মোজাম্মেল, বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইয়াছিন মিয়ার পুত্র ওমর ফারুক এবং একই এলাকার তাজুল ইসলামের পুত্র শাহপরান ওরফে সোহাগ।

গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি জানান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান। তিনি জানান, কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল সদর উপজেলার আড়াইওড়া ভোলানগর গ্রামে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসায়। 

এসময় রাস্তার উত্তর পাশ থেকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি চেকপোস্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক তাদের মোটরসাইকেলসহ আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ। 

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ