বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘কুমিল্লায় সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করা হবে’

কুমিল্লা প্রতিনিধি

‘কুমিল্লায় সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করা হবে’

আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের একটি বক্তব্যকে কেন্দ্র করে গত গত রোববার বিবৃতি দেয় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। বিবৃতিতে ‘মদমুক্ত পূজা’ করার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

সেই বিবৃতির প্রত্যুত্তরে এমপি বাহার বলেছেন, দুর্গাপূজা সনাতন ধর্মের একটি পবিত্র উৎসব, পূজায় সনাতন ধর্মের লোকজনের সাথে সকল ধর্মের মানুষ অংশ নেয়, সেখানে কিছু লোকজন মাদক গ্রহণ করে পূজার পবিত্রতা নষ্ট করে, তিনি পূজা চলাকালীন সময়ে কোনো ধরনে মাদক গ্রহণ না করতে সবাইকে আহ্বান জানান। 

এমপি বাহার বলেন ‘পূজায় ভারতের দিলি-কলকাতায় মাদক নিষিদ্ধ, শুধু আমি বললেই দোষ।’ এমপি বাহার বলেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বক্তব্য প্রত্যাহার করতে বলেন। 

গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা টাউনহল মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুমিলা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ জবাব দেন। এমপি বাহার বলেন শান্তিপূর্ণ কুমিল্লাকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত কিছু স্বার্থান্বেষী মহল শারদীয় দুর্গাপূজা নিয়ে সনাতন ধর্মাবলম্বী সমপ্রদায়ের মাঝে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কোনো প্রকার যাচাই-বাছাই না করে আপনারা কার ষড়যন্ত্রে বিবৃতি দেন? কাউকে মনোনয়ন দেয়া না দেয়ার আপনারা কে। এ সময় তিনি ভারত ও বাংলাদেশের অর্ধশতাধিক পত্রিকার কাটিং দেখিয়ে বলেন, ‘পবিত্র পূজামণ্ডপকে সুশৃঙ্খল রাখতে দিল্লি কলকাতাসহ বিভিন্ন জায়গায় পূজা উপলক্ষে মাদক নিষিদ্ধ রাখে। সেখানে দোষ নেই, বাহার বললেই দোষ।’ তিনি বলেন, বাংলাদেশে পূজা উদযাপনের পূর্বে আইনশৃঙ্খলা বাহিনী থেকেও পূজা ও মন্দিরগুলোর পরিবেশ সুন্দর রাখতে কোন প্রকার মাদক গ্রহণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বলেন, ‘পূজামণ্ডপ ও মাদক নিয়ে আমার খণ্ডিত বক্তব্য প্রচার করে করে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। ঘোলা পানিতে মাছ শিকার করে কুমিল্লার তথা দেশের রাজনীতিকে ঘোলা করতে চাইছে। কুমিল্লার যত হিন্দু সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর হয়েছে সবকিছুর সঙ্গে তারাই জড়িত। 

কোনো চক্রান্তই আ ক ম বাহাউদ্দিন বাহারকে রাজনীতির মাঠ থেকে সরাতে পারবে না।’ এমপি বাহার বলেন, গত ৫০ বছরের রাজনীতিতে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মন্দির, পূজা-পর্বনে রাস্তায় থেকে নিরাপত্তা দিয়েছি। কোনো হিন্দু মন্দির আক্রান্ত হলে সবার আগে ছুটে গিয়েছি। কুমিল্লা গান্ধি আশ্রম দখলদারদের থেকে মুক্ত করেছি। যারা হিন্দু সম্পত্তি দখল করেছে তারাই আজ ষড়যন্ত্র করছে।

কুমিল্লায় মাদকমুক্ত পূজার ঘোষণা দিয়ে তিনি বলেন, কুমিল্লায় মাদকমুক্ত পূজা অনুষ্ঠিত হবে। কোনো মাদকাসক্ত যদি মাতলামি করতে মণ্ডপে আসে তাকে পুলিশে দেয়া হবে। পূজার শৃঙ্খলা রক্ষায় ছাত্রলীগ-যুবলীগ পাড়ায় পাড়ায় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে কাজ করবে। 

এমপি বাহার বলেন, এ বছরও প্রতিটি পূজামণ্ডপে আমার কর্মীরা পালাক্রমে সতর্ক অবস্থানে থাকবে। কোন দূষ্কৃতিকারী কোনো প্রকার ষড়যন্ত্র করে পূজার পরিবেশ যাতে নষ্ট করতে না পারে সেদিকে আমি সজাগ থাকব। এমপি বাহার হুঁশিয়ার করে বলেন ষড়যন্ত্র করে পূজার পরিবেশ বিনষ্ট করা হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
 
কুমিল্লা মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অচ্যিন্ত দাস টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কান্তি রাহা, পাপড়ি বসু প্রমুখ। 

সভায় কুমিল্লা মহানগরীর ৯১টি পূজামণ্ডপের নেতা ও কুমিল্লা মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতারাসহ কুমিল্লা সনাতন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন। সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিবৃতির লিখিত প্রতিবাদ জানান পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখা।

টিএইচ