সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কুমিল্লা দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ একজন আটক

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ একজন আটক

কুমিল্লার জেলা গোয়েন্দা শাখা (ডিবির) একটি টিম কোতয়ালী মডেল থানাধীন চাঁন্দপুর মধ্যমপাড়া সাকিনস্থ আবুল হাউজিং এস্টেটের অভ্যন্তরে আল আমিন হোসেন শান্তর (৩৪)  পরিচালনাধীন গরুর খামারের গোয়াল ঘরের ভিতরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, ০৮ রাউন্ড কার্তুজ গুলি, ২০ বোতল ফেন্সিডিল, ৬০০ ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করেন এবং আল আমিন হোসেন শান্তকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার আসামি কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ডুমুরিয়া চাঁনপুর (দৌলত সর্দার বাড়ি) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল আমিন হোসেন শান্ত (৩৪)। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই আসামি মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবসা করে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনের ৭/৮ টি মামলা আছে। সীমান্তবর্তী এলাকা হতে ওই মাদকদ্রব্য সংগ্রহ করে দাউদকান্দি থানাধীন শহীদনগর গ্রামের মো. শামীমের নিকট সরবরাহ করে। 

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবির) ওসি রাজেশ বড়ুয়া জানান, আসামির বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র ও মাদক আইনে ০২ টি মামলা করা হয়। 

টিএইচ