সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কুলিয়ারচরে নতুন ইউএনও ফারজানা ও ওসি সারোয়ার 

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি  

কুলিয়ারচরে নতুন ইউএনও ফারজানা ও ওসি সারোয়ার 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম ও ওসি হিসেবে মো. সারোয়ার জাহান যোগদান করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দেশে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসিদের বদলীর অংশ হিসেবে সরকারিভাবে এ বদলির আদেশ প্রদান করা হয়েছে। 

জানা যায়, এই বদলির অংশ হিসেবে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনাকে কুলিয়ারচর উপজেলা থেকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় এবং টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য বদলীর আদেশ হয়।

টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী হওয়া ফারজানা আলম ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। ফারজানা আলম এর আগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর উপ-ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন। 

ফারজানা আলম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। তিনি ১৩ ডিসেম্বর মঙ্গলবার কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে পারেন বলে জানা যায়।

অপরদিকে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা কুলিয়ারচর থানা থেকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এবং একই জেলার নিকলী থানার ওসি সারোয়ার জাহান কুলিয়ারচর থানায় যোগদান করবেন বলে জানা গেছে।

টিএইচ