শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কুলিয়ারচরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত 

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কুলিয়ারচরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন ছাড়া অন্য কেও মনোনয়নপত্র দাখিল না করায় যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত রোববার চেয়ারম্যান নির্বাচিত হোন তিনি। 

গত সোমবার ভৈরব-কুলিয়ারচর-বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য পাওয়া গেছে।

নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটন বলেন, আমাকে কুলিয়ারচরের মানুষ ভালবাসে। তাদের আস্থা রয়েছে আমার ওপর। সে কারণেই আমার বিরুদ্ধে কেও প্রার্থী হোননি। প্রার্থী থাকলে, ভোটের মাধ্যমে বিজয়ী হতে পারলে আমি আরও বেশি খুশি হতাম। তিনি আরও বলেন, আমি চেষ্টা করবো মানুষের ভালবাসার প্রতিদান দিতে।

টিএইচ