বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুলিয়ারচরে ৬ টির মধ্যে ৫টিতেই ইউপি চেয়ারম্যানের কার্যক্রম নেই 

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কুলিয়ারচরে ৬ টির মধ্যে ৫টিতেই ইউপি চেয়ারম্যানের কার্যক্রম নেই 

গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর থেকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার একটি ছাড়া বাকি সবকটি ইউপি চেয়ারম্যানের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এ সব ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যান নিয়মিত অনুপস্থিত থাকায় পরিষদে সেবা নিতে আসা লোকজন সেবা বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে। 

কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউপি চেয়ারম্যান পরিষদে মাঝে মধ্যে উপস্থিত হলেও গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউপি, রামদী ইউপি, উছমানপুর ইউপি, ফরিদপুর ইউপি ও সালুয়া ইউপির চেয়ারম্যান সরকার পতনের পর থেকে ইউনিয়ন পরিষদে আসা বন্ধ করে দেয়ায় এসব ইউনিয়ন পরিষদের নানা কার্যক্রম বাঁধাগ্রস্ত হচ্ছে। তবে স্থানীয় চেয়ারম্যানরা বলেন, পরিষদে না এসেও তারা বিভিন্ন স্থান থেকে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, আ.লীগ সরকারের আমলে যারা জোর করে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, সাধারণ মানুষকে নানা হয়রানি করাসহ চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার করে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তাদের কেউ আর এখন ইউনিয়ন পরিষদে আসতে সাহস করছে না। যার ফলে ওই সব ইউনিয়ন পরিষদগুলো নিয়মিত চেয়ারম্যান শূন্য রয়েছে।

বিভিন্ন ইউনিয়নে সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী জানান, দিন দিন ইউনিয়ন পরিষদে এসেও আমরা চেয়ারম্যানের দেখা পাচ্ছি না। তাই আমাদের কাঙিক্ষত কাজেরও কোন সমাধান হচ্ছে না। এ হয়রানি বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

টিএইচ