শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন 

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ায় এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন 

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামীকাল (১ জুন) সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। 

এর অংশ হিসেবে এদিন কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ১৫০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ২৯০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন খাওয়ানো হবে। 

বৃহস্পতিবার (৩০ মে) কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এতথ্য জানানো হয়। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন আকুল উদ্দিন বলেন, কুষ্টিয়ার ৬ উপজেলার আওতাধীন এলাকায় ১ হাজার ৫৬৬টি কেন্দ্রের মাধ্যমে এবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সুপারভাইজারের তত্ত্বাবধানে ৩ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়ে যেতে পিতা-মাতা ও অভিভাবকদের অনুরোধ করেন তিনি।

ক্যাম্পেইন ছাড়া অন্যান্য দিনেও এই ক্যাপসুল খাওয়ানো হবে। তবে কোন শিশু অসুস্থ থাকলে সুস্থ না হওয়া পর্যন্ত বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ স্বাস্থ্য বিভাগের।

সভায় সিভিল সার্জন অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ