সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজসহ নবাগত বিচারকদের সংবর্ধনা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজসহ নবাগত বিচারকদের সংবর্ধনা

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজসহ অন্য নবাগত বিচারকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) আইনজীবী সমিতির হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। 

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহ. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য দেন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. আবু সাঈদ, সিনিয়র আইনজীবী মাহাতাব উদ্দিনসহ সমিতির সদস্যরা।

সংবর্ধিত জেলা ও দায়রা জজ ছুমিয়া খানম বলেন, আইনজীবী পেশা একটি মহৎ পেশা। এই পেশাকে কুলষিত করবেন না। মামলাগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার জন্য তথ্য উপাত্ত সঠিকভাবে উপস্থাপন করবেন। যাতে আইনের সঙ্গে কোন সাংঘর্ষিক না হয়। 

বিচার প্রার্থীরা দিনের পর দিন আদালতের বারান্দায় না ঘুরে দ্রুত সময়ের মধ্যেই আপনাদের দ্বারা আইনের সেবা পেয়ে খুশি হয়। তিনি আরও বলেন, সিনিয়র ও  জুনিয়র সব আইনজীবী একত্র হয়ে আদালতে কার্যক্রম পরিচালনা করলে দেখবেন সবাই লাভবান হবেন। 

সংবর্ধিত বিচারকদের মধ্যে রয়েছেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নিযর্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ গোলাম মাহবুব, স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) বিচারক শেখ মেরিনা সুলতানা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদলতের বিচারক সোহানী পুষণ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ।

টিএইচ