বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় পদ্মার ভাঙন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভা 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পদ্মার ভাঙন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভা 

কুষ্টিয়ায় পদ্মার ভয়াবহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয় ইউনিয়নের পদ্মানদীর ভাঙনকবলিত এলাকা সাহেব নগর, মির্জানগর, টিকটিকিপাড়াসহ বিস্তৃীর্ণ এলাকা পরিদর্শন করা হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার  এসব এলাকা পরিদর্শন করেন।

এ সময় নদীপাড়ের সকলকে শান্ত হয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কথাগুলো শুনেন এবং বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন বলে আশ্বস্ত করেন।

জাকির হোসেন সরকার বলেন, নদী ভাঙনের কথা ও হাই ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ার নদীগর্ভে বিলীন হওয়ার কথা জানতে পেরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।

এই সময় জাকির হোসেন সরকারের সঙ্গে ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. রহমত আলী রব্বান, মিরপুর পৌর বিএনপি সভাপতি মো. আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক, মো. ইব্রাহীম আলীসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতারা।

টিএইচ