শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় ৫ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ৫ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৮-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারতীয় ভূখণ্ড থেকে তাদের আটক করে বিএসএফ সদস্যরা।

আটককৃতরা হলেন- জামালপুর সীমান্ত এলাকার লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মণ্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), জুলমৎ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮) ও জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, সোমবার ভোরে জামালপুর সীমান্তের ভারত ভূখণ্ড থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের আটক করে।

বিজিবির প্রাগপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের সঙ্গে পতাকা বৈঠক করে বিএসএফ। তাদের দেশে ফেরত পাঠানো হবে, নাকি ভারতীয় পুলিশে হস্তান্তর করা হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তারা।

টিএইচ