সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুষ্টিয়া জেলা বিএনপির দুই নেতাকে জাতীয় পার্টির মহাসচিবের ফুলেল শুভেচ্ছা 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা বিএনপির দুই নেতাকে জাতীয় পার্টির মহাসচিবের ফুলেল শুভেচ্ছা 

কুষ্টিয়ার শহরতলী লাহিনী বটতলায় সরকার ফাউন্ডেশন কার্যালয়ে গত শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় মহাসচিব আহসান হাবিব লিংকন। এ সময় তিনি বলেন, যোগ্য নেতার নেতৃত্ব ছাড়া দল পরিচালনা করা খুবিই কঠিন হয়ে যায়।

মহাসচিব আরও বলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন পর হলেও কুষ্টিয়ায় বিএনপির সঠিক নেতৃত্বদানকারী খুঁজে পেয়েছেন। আমি বিশ্বাস করি, বর্তমান কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বর্তমান প্রেক্ষাপটে কুষ্টিয়া জেলা বিএনপির সংগঠনকে অতীতের চেয়ে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারবে।

এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, পূর্বে বিএনপি ছিল একটি গোষ্টির মধ্যে জিম্মি। দলকে সঠিকভাবে পরিচালনা করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। এখন আর ওই সমস্যা নেই। কেন্দ্র আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন আমরা সঠিকভাবে ওই দাযিত্ব পালন করে যাবো।

সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা ১৫ বছর ধরে রাজপথের আন্দোলনের সঙ্গে ছিলাম। অনেক মামলা হামলার স্বীকার হয়েছি তবুও আন্দোলন থেকে পিছু হটে নি। আমরা আশা করি কুষ্টিয়ায় যে দুর্বল বিএনপি ছিল, তা এখন থাকবে না। বিএনপি নেতারাও এ সময় জাতীয় পার্টির নেতাদের আন্তরিক অভিনন্দন জানান।

টিএইচ