কুড়িগ্রামে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির ঊদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিসুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান প্রমুখ।
মানববন্ধনে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান ও উপসচিব পদে সবধরনের কোটা বাতিলের দাবি জানানো হয়।
টিএইচ