বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে কিশোরী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে কিশোরী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

কুড়িগ্রামে নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ জন কিশোরী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) স্কুল মাঠে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের উদ্যোগে এসব সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম সদর ইউএনও মুসফিকুল আলম হালিম।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, গোলজার হোসেন মেম্বার, শিক্ষক মো. সোলায়মান আলী। 

এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ