সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে গাঁজা ও দুটি মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে গাঁজা ও দুটি মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৩ কেজি গাঁজা ও দুটি মোটরসাইকেলসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার পুলিশ জানায়, নাগেশ্বরী থানা গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী সন্তোষপুরগামী সড়কে বড় বিন্যাবাড়ী মৌজার দক্ষিণ পাশে পাকা রাস্তার কালভার্ট ব্রিজের উপর থেকে মাদক কারবারি আয়নাল হক (৩০) ও আব্দুল জলিলকে (৪৮) গ্রেপ্তার করে নাগেশ্বরী থানার একটি চৌকস পুলিশ টিম। এ সময় ২টি মোটরসাইকেলের সিটের নিচে এবং তেলের টেংকিতে বিশেষ কায়দায় ফিটিং করা ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।     

টিএইচ