রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে চাল ব্যবসায়ীদের মানববন্ধন 

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামে চাল ব্যবসায়ীদের মানববন্ধন 

কুড়িগ্রাম পৌর চাল বাজারের দোকানে উচ্ছেদের নামে ভাংচুর, অবৈধভাবে জোড়পূর্বক দখমলর অভিযোগ ডা. অমিত কুমার ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছে শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিকরা। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুড়িগ্রাম জিয়া আদর্শ বাজার মূল সড়কে এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পৌরসভা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, গত ১৩ নভেম্বর কোটের নাজির পরিচয়ধারী ব্যক্তি ও দেড় শতাধিক বহিরাগত লোকজন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। কোন প্রকার নোটিশ ছাড়াই দোকানপাট ভাঙচুর করে আমাদের উচ্ছেদ করে। 

আমরা বাঁধা দিতে গেলে ভয়ভীতি দেখিয়ে ডা. অমিত কুমার ও জাহাঙ্গীরের লোকজন নতুন স্থাপনা কাজ শুরু করে। অথচ বছরের পর বছর ওই জায়গা পৌরসভার কাছ থেকে লিজ নিয়ে আমরা ব্যবসা করে আসছি। দীর্ঘ ৪০ বছর পর ডা. অমিত কুমার ও জাহাঙ্গীর ওই জায়গার মালিকানা দাবি করলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারে নাই। তাই এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার প্রার্থনা করি।

ডা. অমিত কুমার বসু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। জাহাঙ্গীর আমার কর্মচারী তাকে সহযোগিতা করার কারণে আমার নামে মিথ্যা ছড়ানো হচ্ছে। 

জাহাঙ্গীর আলম বলেন, আদালতের রায় ও বৈধ কাগজ সূত্রে আমি ওই জমির মালিক। অন্যায়ভাবে জমির মালিকানা দাবি করার কোন ইখতিয়ার আমার নেই।

কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনা আদালতে মামলা চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ