বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে চাল ব্যবসায়ীদের মানববন্ধন 

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামে চাল ব্যবসায়ীদের মানববন্ধন 

কুড়িগ্রাম পৌর চাল বাজারের দোকানে উচ্ছেদের নামে ভাংচুর, অবৈধভাবে জোড়পূর্বক দখমলর অভিযোগ ডা. অমিত কুমার ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছে শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিকরা। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুড়িগ্রাম জিয়া আদর্শ বাজার মূল সড়কে এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পৌরসভা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, গত ১৩ নভেম্বর কোটের নাজির পরিচয়ধারী ব্যক্তি ও দেড় শতাধিক বহিরাগত লোকজন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। কোন প্রকার নোটিশ ছাড়াই দোকানপাট ভাঙচুর করে আমাদের উচ্ছেদ করে। 

আমরা বাঁধা দিতে গেলে ভয়ভীতি দেখিয়ে ডা. অমিত কুমার ও জাহাঙ্গীরের লোকজন নতুন স্থাপনা কাজ শুরু করে। অথচ বছরের পর বছর ওই জায়গা পৌরসভার কাছ থেকে লিজ নিয়ে আমরা ব্যবসা করে আসছি। দীর্ঘ ৪০ বছর পর ডা. অমিত কুমার ও জাহাঙ্গীর ওই জায়গার মালিকানা দাবি করলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারে নাই। তাই এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার প্রার্থনা করি।

ডা. অমিত কুমার বসু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। জাহাঙ্গীর আমার কর্মচারী তাকে সহযোগিতা করার কারণে আমার নামে মিথ্যা ছড়ানো হচ্ছে। 

জাহাঙ্গীর আলম বলেন, আদালতের রায় ও বৈধ কাগজ সূত্রে আমি ওই জমির মালিক। অন্যায়ভাবে জমির মালিকানা দাবি করার কোন ইখতিয়ার আমার নেই।

কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনা আদালতে মামলা চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ