শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুন ১০৪তম জন্মবার্ষিকী ও ৩১তম জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) দিনব্যাপী কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. গিয়াস খান।

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার গ্রুপ, বিষয় ও শ্রেণিবিন্যাসে ছিলো- নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, নাচ, ছড়াগান, দেশত্ববোধক গান ও বঙ্গবন্ধুকে নিয়ে গান। এরমধ্যে (ক) গ্রুপে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি, (খ) গ্রুপে চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি, (গ) অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি ও (ঘ) কলেজ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী, প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপে শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

এরপর নাচ, গান, ছড়া প্রতিযোগিতা শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি একরামুল হক বুলবুল, রাশিদ খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা আনাম লাজ, সহ সাংগঠনিক সম্পাদক ঝুমা ঘোষ, কহিনুর বেগম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবলী জামান প্রমুখ।

টিএইচ