মহান স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম ৮৯ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে।
কুড়িগ্রাম জেলা বিএনপি। সকালে দলীয় পতাকা উত্তোলন ও পরে দুপুরে দাদামোড়ে আলমাস কমিউনিটি সেন্টারে আলোচনাসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহ্বায়ক ,সাংবাদিক হাসিবুর রহমান হাসিব,কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক,সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজসহ নেতারা।
এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে সামনে রেখে সাজ বিনির্মাণে সব নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান। পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামাদলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক।
টিএইচ