কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযানে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
শুক্রবার (৫ মে) জেলা পুলিশ জানায়, জিআর ওয়ারেন্ট মূলে উলিপুর থানায় ২জন, নাগেশ্বরীতে ১, ফুলবাড়ীতে ২, কচাকাটায় ১ জন। সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম থানায় ২, ফুলবাড়ীতে ২, ভূরুঙ্গামারীতে ৭, রৌমারীতে ২, কচাকাটায় ৩ জন। নিয়মিত মামলায় কুড়িগ্রাম থানায় ২, উলিপুরে ৩, চিলমারীতে ১, রৌমারীতে ১ জন। পূর্বের মামলায় কুড়িগ্রাম থানায় ২, নাগেশ্বরীতে ৩ জন এবং ১৫১ ধারায় চিলমারীতে ১ জনসহ মোট ৩৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।
টিএইচ