বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে পুলিশ সন্তানদের ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পুলিশ সন্তানদের ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান

কুড়িগ্রামে বাংলাদেশ আইজিপির পক্ষ থেকে পুলিশ সন্তানদের ক্রেস্ট, সন্মানী ও সাটিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২ এর আওতায় কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত যেসকল পুলিশ সদস্যের মেধাবী সন্তান বিগত ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে  এ+ অর্জন করেছে এবং মেধার স্বাক্ষর রেখেছে তাদের ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়।  

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী  আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএমর পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২  প্রদান করেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম।

এসএসসি পরীক্ষায় ৮ জন ও এইচএসসি পরীক্ষায় ৫ জন মোট ১৩ জন মেধাবী সন্তানকে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয় ।

এসময় পুলিশ সদস্যদের এসব মেধাবী শিক্ষার্থী বলেন, জীবনের এই যাত্রায় আমাদের উৎসাহিত করার জন্য, আলোকিত করার জন্য আমরা বাংলাদেশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)  মো. সাজ্জাদ হোসেনসহ সকল পদমর্যাদার পুলিশ সদসরা।

টিএইচ