সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের বিধায় সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের বিধায় সংবর্ধনা

কুড়িগ্রামে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতি কুড়িগ্রাম শাখার উদ্যোগে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

গত শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মো. নাসির উদ্দিন, পৌরমেয়র মো. কাজিউল ইসলাম, সনাক কুড়িগ্রামের সভাপতি ও অ্যাড. সাংবাদিক আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ অন্য সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন। 

টিএইচ