বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে বিএনপির সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বিএনপির সমাবেশ

কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল র্যালি ও  সমাবেশ হয়েছে। জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড হাতে নিয়ে এতে অংশ নেয়। 

শুক্রবার (৮ নভেম্বর) জেলা ও সদর উপজেলা বিএনপির নেতারা শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অনুধাবন করে দেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি আবুবক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব. ব্যারিস্টার রবিউল ইসলাম সৈকত, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল আলম প্রমুখ।                                                                                       

টিএইচ