সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের উপর  দিয়ে ২দিন ধরে বইছে মৃদু শৈত্য প্রবাহ। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এই কনকনে ঠাণ্ডায় শীতার্ত মানুষের কথা ভেবে কুড়িগ্রাম ২২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে কুড়িগ্রামের চর যাত্রাপুরে প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার (২২ জানুয়ারি) যাত্রাপুর সীমান্ত ফাঁড়িতে এসব শীতবস্ত্র তুলে দেন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মেজর মো. মাহবুবুর রহমান, যাত্রাপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার সৈয়দ আলী প্রমুখ।

শীতবস্ত্র পাওয়া লাইলী বেগম, রহিমা বেগম, আবেদ আলী, মজিবররা জানান, এই কনকনে ঠাণ্ডায় কম্বল পেয়ে আমাদের খুব উপকার হলো। এখন আমরা কিছুটা হলেও ঠাণ্ডা থেকে রেহাই পাবো।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কমান্ডার আব্দুল মুত্তাকিম বলেন, আমরা দৈনন্দিন কাজের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে দাঁড়াই। এরই ধারাবাহিকতা শীতপ্রবণ এ অঞ্চলের দুঃস্থ মানুষের জন্য কম্বল বিতরণ করা হলো। আমাদের এ ধারা অব্যহত থাকবে।

টিএইচ