প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি-এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ওয়েজ আর্নার্সর্ কল্যাণ বোর্ড এবং রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা প্রশাসন ও রংপুর ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক, যুগ্ম সচিব এ,টি,এম মাহবুব উল করিম। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসা অধ্যক্ষ নুর বখত, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আইনুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কমকর্তারা।
সঞ্চালনায় ছিলেন ওয়েলফেয়ার সেন্টার, রংপুরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান। এ সময় প্রধান অতিথি এই প্রকল্পের আওতায় একজন বিদেশ প্রত্যাগত অভিবাসী কি কি সুবিধা পাবেন তা বর্ননা করেন।
একইসঙ্গে তিনি ফ্রি ভিসা নিয়ে বিদেশ গমনে যেতে বারন করেন। ওয়ার্ক পারমিট না নিয়ে গেলে অনেককে বিড়ম্বনাসহ মৃত্যু ঝুঁকিতে পড়তে হয় বলে তিনি জানান।
টিএইচ