বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি  

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রামে বীরমুক্তিযোদ্ধা সংসদ সন্তান ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির সভায় জেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. সাঈদ হাসান লোবানকে আহ্বায়ক, আব্দুস সালাম বাবু ও শাহ আলমকে যুগ্ম আহ্বায়ক করে ২১সদস্য বিশিষ্ট এই অনুমোদিত আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। 

গত শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা জেলা  কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ইউনিট কমান্ডের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুমোদিত আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন বীর প্রতীক মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান, সাবেক জেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র শাহাসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা। সভায় অনুমোদিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি পুর্ণাঙ্গ কমিটি উপহার দিবে এ আশা ব্যাক্ত করেন  উপস্থিত অতিথিরা।

টিএইচ