সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে

কুড়িগ্রাম প্রতিনিধি  

কুড়িগ্রামে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে

ধান কিংবা অন্য ফসলের চেয়ে খরচ কম হওয়ায় কৃষকদের দিনদিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কুড়িগ্রামের কৃষকদের। অল্প খরচে অধিক লাভের আশায় অনেক জমিতে এবার ভুট্টা চাষ করছে জেলার অনেক কৃষক। শীতের সকালে উঠে জমিতে ভুট্টার ক্ষেতে রোগবালাই রক্ষার জন্য পরিচর্চা করছেন কৃষকরা।

কুড়িগ্রাম জেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে ১৬ হাজার ৫শ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে এ বছর প্রায় ১২শ হেক্টর জমিতে ভুট্টার আবাদ বেশী করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ী ইউনিয়নের দাসেরহাট, আগমনী, নেপার দরগাসহ উপজেলার অনেক জায়গায় ভুট্টা চাষ করেছে। আবাদ ভালো হওয়ার জন্য ভুট্টাক্ষেতে কেউ আগাছা পরিস্কার করছে কেউবা কান্দিতে মাটি দিচ্ছে।

দাসেরহাট এলাকার কৃষক মোজাম্মেল হক বলেন, অতিরিক্ত কুয়াশা আর ঠাণ্ডার কারণে ভুট্টার গাছ হেলে পড়তে পারে সেজন্য কান্দিতে মাটি দিচ্ছি এবং আগাছা পরিস্কার করছি। এবার আমি দুই বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছি।এই আবাদে কম খরচে লাভ হয় বেশী।

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, জেলায় এ বছর ১৬ হাজার ৫শ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

গত বছরের চেয়ে এ বছর ১২শ হেক্টর বেশী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ভুট্টা আবাদে তুলনামূলক খরচ অনেক কম হওয়ায় কৃষকদের ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশী আশা করা যায়।

টিএইচ