কুড়িগ্রাম শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে অর্ধনির্মিত মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধ ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ২নং ও ৫নং ওয়ার্ডে এলাকাবাসী। শুক্রবার (২৬ মে) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুস সামাদ, মনির হোসেন মনু, রবিউল ইসলাম ছোটন, সফিকুল ইসলাম, তিন্নি বেগম প্রমুখ। বক্তারা বলেন, কুড়িগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের মধ্যবর্তী ঘনবসতিপূর্ণ চামড়াগোলা এলাকার রফিকুল ইসলামের (দর্জি) বাড়িতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার নির্মাণের চেষ্টা করে।
এই টাওয়ারের ১০০ গজের মধ্যে একটি উচ্চ বিদ্যালয়, আবাসিক হাফিজিয়া মাদ্রাসা, একটি মসজিদ ও ২০ গজের মধ্যে টেরেডেস হোমের একটি হাসপাতালসহ দেড় শতাধিক পরিবারের বসবাস রয়েছে।
নির্মাণাধীন টাওয়ারের তেজষ্ক্রিয়তা থেকে বাঁচতে এলাকাবাসী টাওয়ার নির্মাণ বন্ধে চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর অভিযোগ করলে জেলা প্রশাসক টাওয়ার নির্মাণকাজ বন্ধ করে দেয়। দীর্ঘ ৬ মাস কাজ বন্ধ থাকার পর মে মাসে আবার টাওয়ারের কাজ শুরু হলে এলাকাবাসী ফুঁসে ওঠে।
তারা আবারো বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অনতি বিলম্বে অবৈধভাবে মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধ করে অর্ধ নির্মিত টাওয়ার অপসারণের জন্য দাবি জানান তারা।
টিএইচ