সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

কুড়িগ্রামে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২৮ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে সনদপত্র ও অর্থ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় ফুল আনটিল লাইট এনজিওর মাধ্যমে অর্থ ও সনদপত্র বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন। 

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সফি খান, হুমায়ুন কবির সূর্য, ফজলে ইলাহী স্বপন, ফুল এনজিওর নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ। 

অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা থেকে ২৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫০০ টাকা ও সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় ফুল আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ২০২৩ অর্থবছরে আমরা ২৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করলাম। ২০২৪ অর্থবছরে আমরা ৯টি উপজেলা থেকে ১ হাজার ১০০ জন করে মোট ৯ হাজার ৯০০ জন শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরিতে একবছর যাবৎ অর্থসহায়তা প্রদান করবো। সিঙ্গাপুরভিত্তিক দাতাসংস্থা প্রবাসজন এতে আর্থিকভাবে সহযোগিতা করেছে।

টিএইচ