সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হলেন ওবাইদুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি  

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হলেন ওবাইদুর রহমান

কুড়িগ্রামে জেলা পরিষদের উপনির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আ ন  ম ওবাইদুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৫২৭। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক মো. জাফর আলী পেয়েছেন ৪৭১টি ভোট। শনিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ  নিবার্চনে ভোট দেন ১ হাজার ৬ জন ভোটার।

জানা গেছে, গত জাতীয় নির্বাচনে এমপি পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ  থেকে স্বেচ্ছায় অব্যহতি নেন মো. জাফর আলী। পরে জেলা পরিষদের শুন্য পদে শনিবার (৯ মার্চ) উপনির্বাচন অনুষ্ঠিত হয়। 

এই পদে আবারও তিনি আনারস প্রতীক নিয়ে নিবার্চন করলে জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমানের মোটরসাইকেল প্রতীকের কাছে ৫৬ ভোটে পরাজিত হন তিনি। 

এ নির্বাচনে জেলার ৯টি উপজেলায় মোট ভোটার ছিল ১০১৩ জন। এ নির্বাচনে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান ৯ টি উপজেলার ৯ টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট দেন।
 
জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন বলেন, জেলায় ৯টি উপজেলার ৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন প্রকার বিশৃঙখলা ছাড়াই বেসরকারিভাবে ৫৬ ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

টিএইচ