বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণের প্রদর্শন

বরিশাল ব্যুরো  

কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণের প্রদর্শন

কেঁচো সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও প্রযুক্তি মেলা, জারি গান ও মাল্টিমিডিয়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। 

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পরিষদ চত্বরে সোমবার (২৫ নভেম্বর) দিনব্যাপী কারিতাস বাংলাদেশ ধরিত্রী প্রকল্পের বাস্তবায়নে প্রদর্শনী শেষে আলোচনা সভায় কারিতাস বরিশাল অঞ্চল পরিচালক মি. ফ্রান্সিস বেপারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারিহা তানজিন। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পিযুষ রায়, কারিতাস ধরিত্রী ও একর্যাব প্রকল্প জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. জর্জ বৈরাগীসহ অন্যরা।

টিএইচ