সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কেরানীগঞ্জে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জের আরশিনগর এলাকা হতে সদরুল আলম (৪২) নামে এক প্রকৌশলী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। 

রোববার (১৩ আগস্ট) ১০টায় বাড়ির মালিক নিহতের দরজা খুলে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। 

নিহত সদরুল আমিন রংপুর জেলার মিঠাপুকুর থানার পূর্ব সেকুর পাড়া গ্রামের মৃত বনিজ উদ্দীনের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং প্রায় এক বছর ধরে শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকার ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার শরীরে একাধিক ছুরির আঘাতে চিহূ পাওয়া যায়। 

বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ মনির জানান, সে প্রায় এক বছর  ধরে বাড়িটিতে ভাড়া থাকতো। তিনি বাড়িটিতে একা থাকলেও মাঝেমধ্যে তার পরিবারের লোকজন এসে এখানে থাকতেন। কিভাবে কখন এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না। তবে পাশের বাড়ির চতুর্থ তলায়ও একই সময় চুরি হয়েছে বলে যানায় সে।

নিহতের সহকর্মী সবুজ জানান, সদরুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে তারা ছুটে এসেছেন। তবে কিভাবে কেন তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তার ধারণা নেই। 

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির জানান, ৯৯৯-এ পুলিশ জানতে পারে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় এক প্রকৌশলীর মরদেহ পড়ে আছে নিজ কক্ষে। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থা কাজ করছে।

টিএইচ