সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কেশবপুরের সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

কেশবপুরের সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ।

গত রোববার গভীর রাতে থানার ওসি  জহিরুল আলমের নির্দেশে এসআই তারিকুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতা মামলায় বেলোকাঠি গ্রামের আমজাদ হোসেনের ছেলে বজলুর রহমান, রাজনগর বাকাবর্শী গ্রামের ওয়াদুদ মোড়লের ছেলে আক্তারুল ইসলাম, একই গ্রামের আতিয়ার দফাদারের ছেলে ইয়সিন আরাফাত, চিংড়া গ্রামের নওয়াবালির ছেলে রফিকুল ইসলাম, কেশবপুর সদরের মৃত এরফান আলির ছেলে আতাউর রহমান ও মুলগ্রামের রমজান আলির ছেলে রফিকুল ইসলামকে আটক করা হয়। 

একই রাতে এসআই তাপস ও এসআই তোহিদ মনোহরনগর গ্রামের সাজাপ্রাপ্ত আসামি হায়দার গাজির ছেলে রফিকুল ইসলাম ও ওয়ারেন্টভূক্ত আসামি  মোবারক সরদারের ছেলে ইলিয়াস সরদারকে আটক করা হয়।  আটকদের সোমবার (২০ নভেম্বর) যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ