বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কেশবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের কেশবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী কারিমুল ইসলামকে আটক করেছে র্যাব-৬ সাতক্ষীরা। 

জানাগেছে, বুধবার (২৯ মে) এসআই সালাউদ্দীন র্যাব-৬ সাতক্ষীরা সিবিএ-১ গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর পৌর শহরের ত্রিমোহনী মোড় সংলগ্ন ডাচ বাংলা এজেন্ট বাংকের সামনে থেকে আলতাপোল গ্রামের হাফিজুর রহমানের ছেলে কারিমুলকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব। 

এ ঘটনায় এসআই সালাউদ্দীন র্যাব-৬ সাতক্ষীরা সিবিএ-১ বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন। আটককে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ