শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

কেশবপুর পৌরসভার ময়লায় রাস্তা দখল

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুর পৌরসভার ময়লায় রাস্তা দখল

যশোরের কেশবপুর মধ্যকুল এলাকায় রাস্তার উপর পৌরসভার বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা সড়কের পাশ ঘেষে স্তুপ করে রাখা হচ্ছে। যা রাস্তার অর্ধেক অংশ রাস্তার উপর এসে পড়ায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার ময়লা-আবর্জনা ওই স্থানে ফেলা হচ্ছে দীর্ঘ বছর যাবৎ। এর আগে ওই স্থানের পাশের একটি জমিতে ময়লা ফেলা হতো। সড়কের উপর আবর্জনা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন চলাচলকারী মানুষ। 

প্রতিদিন যশোর-চুকনগরের এ সড়কটি দিয়ে দূরপাল্লার যানবাহন, বাস, ট্রাক, মাইক্রো, ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন বাহন চলাচল করে থাকে। গুরুত্বপূর্ণ এ সড়কের ময়লা-আবর্জনা সড়ক থেকে দ্রুত অপসারণ না করলে দুর্ঘটনার শঙ্কাসহ দুর্গন্ধে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে।

কেশবপুর বাজারে প্রবেশ পথে সড়কের উপর এভাবে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। রাস্তার প্রায় অর্ধেক পর্যন্ত ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। দুর্গন্ধের তীব্রতায় পায়ে হেঁটে চলাচল হয়ে পড়েছে দায়। ওই স্থান দিয়ে যাতায়াতের সময় প্রচন্ড দুর্গন্ধের কারণে নাক চেপে চলতে হচ্ছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, ময়লা-আবর্জনার পঁচা দুর্গন্ধ নাক দিয়ে মানুষের পাকস্থলীতে গিয়ে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এতে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।

টিএইচ