শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কোটচাঁদপুরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

কোটচাঁদপুরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

কোটচাঁদপুরে তিন দোকানের শাটার ভেঙে চুরি করেছেন দুই দোকানে। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পৌর শহরে। জানা যায়, বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর পৌর শহরের তিনটি দোকানের শাটার ভেঙেছেন চোররা। 

যার মধ্যে রয়েছে সেতু কসমেটিক, চয়েজ সু ও রত্না ক্লর্থ স্টোর। এরমধ্যে চোররা রত্না ক্লর্থ থেকে নগদ ৪০ হাজার টাকা, সেতু কসমেটিকে ৬৫ হাজার। তবে চয়েস সুয়ের শাটার ভাঙলেও চুরি হয়নি বলে জানা গেছে। 

সেতু কসমেটিকের মালিক অসিত বারই বলেন, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। রড কেনার জন্য সকালে বাড়ি থেকে দোকানে আসি। এরপর দেখতে পায় শাটার ভাঙা। পরে দোকানে ঢুকে দেখি ড্রয়ার ভাঙা। তিনি বলেন, ড্রয়ারে নগদ ৬৫ হাজার টাকা ছিল। তবে কোনো মালামাল চুরি হয়েছে কিনা তা এখন বলা সম্ভব না।

রত্না ক্লর্থের মালিক সুনিল ঘোষ বলেন, বৃহস্পতিবার ছিল আমার দোকানের হালখাতা। আমি দোকানের কাজ শেষ করে ভোর ৪.২০ মিনিটের সময় বাড়িতে গিয়েছি। এরমধ্যে চোররা দোকানে শাটার ভেঙেছেন। নিয়ে গেছেন নগদ ৪০ হাজার টাকা।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক( এসআই) নাজিবুল হক বলেন, ঘটনা শুনেছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ বা জিডি করেনি।

টিএইচ