সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কোটালীপাড়ায় নতুন যোগদানকৃত ইউএনওর মতবিনিময় 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়ায় নতুন যোগদানকৃত ইউএনওর মতবিনিময় 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।

সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোটালীপাড়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র মতিয়ার রহমান হাজরা, প্রাণিসম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার সিকদার, সদ্য যোগদানকৃত কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম, অ্যাড. (জিপি) দেলোয়ার হোসেন সরদার, কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার প্রমুখ। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, যুগান্তর পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসানাত, বাংলাদেশ প্রেস ক্লাব কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ও গ্লোবাল টেলিভিশন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আবু নাইম শাহ, সদস্য সচিব ও আমার সংবাদ পত্রিকা প্রতিনিধি আবুল কালাম মৃধা, সময়ের আলো পত্রিকার সমীর রায়,  আজকের পত্রিকার জাহিদুল ইসলাম প্রমুখ। 

টিএইচ