শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

কোটা আন্দোলনে নিহতদের খোঁজ নিচ্ছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

কোটা আন্দোলনে নিহতদের খোঁজ নিচ্ছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন

কোটা আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে নিহতদের খোঁজ নিয়েছেন বাকেরগঞ্জ ইউএনও মোহাম্মদ সাইফুর রহমান। গত মঙ্গলবার তিনি কোটা আন্দোলনে গুলিতে নিহত ৪ জনের বাড়িতে গিয়ে তাদের পরিবারকে শান্তনা এবং সহায়তার আশ্বাস দেন।

বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালীন ১৯ জুলাই ঢাকায় পুলিশের গুলিতে বাকেরগঞ্জ উপজেলার চারজন নিহত হয়। নিহতরা হলেন উপজেলার কবাই ইউনিয়নের দক্ষিণ কবাই গ্রামের ইউসুফ সিকদারের পুত্র পেশায় পিকআপচালক মো. সুমন শিকদার, পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের আ. লতিফ ফরাজীর পুত্র পেশায় ইলেকট্রিক ব্যবসায়ী মো. রবিউল ফরাজি, চরাদি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের সেলিম সিকদারের পুত্র পেশায় ইলেকট্রিক মিস্ত্রী মো. শাওন শিকদার ও দুধল ইউনিয়নের দুধল গ্রামের মৃত তাহের আলী আকনের পুত্র পেশায় টেইলার মো. আব্দুল ওয়াদুদ। 

টিএইচ