সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কোম্পানীগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের একটি সবজিক্ষেত থেকে মো. শরীফ (২৭) নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীফ গত ৪ থেকে ৫ দিন ধরে নিখোঁজ ছিল।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শরীফ ওই ওয়ার্ড এর মুন্সি আবদুল আজিজের বাড়ি নামের মিয়া মিস্ত্রির ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ থেকে ৫ দিন ধরে নিখোঁজ ছিল শরীফ। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। বৃহস্পতিবার বিকেলে ৩নং ওয়ার্ড এর একটি সবজিক্ষেতে সবজি তুলতে গিয়ে মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, নিহত শরীফ শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল তার পায়ে সমস্যা। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কীয় কিছু বলা যাচ্ছে না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

টিএইচ