রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কোম্পানীগঞ্জে বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস বিতরণ 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জে বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস বিতরণ 

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো উপহার দুম্বার মাংস বিতরণ করা হয়। 

রোববার (৮ ডিসেম্বর) ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে ৩০ কেজি করে এসব উপহার তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন। ইউএনওর সিএ হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

টিএইচ