বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ক্যান্সার আক্রান্ত পুলিশ ও দুর্ঘটনায় নিহত পরিবারে এসপির সহায়তা

ময়মনসিংহ প্রতিনিধি

ক্যান্সার আক্রান্ত পুলিশ ও দুর্ঘটনায় নিহত পরিবারে এসপির সহায়তা

ময়মনসিংহে গত সোমবার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভার শুরুতে ধোবাউড়া থানায় কর্মরত ক্যান্সার আক্রান্ত পুলিশ সদস্য এএসআই (নি.) মো. কামাল উদ্দিনকে তিন লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেন। 

যা জেলা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ভাতৃত্ব ও মানবতাবোধের একটি উদাহরণ। এই অর্থ একদিকে যেমন চিকিৎসার ব্যয়নির্বাহ করবে একইভাবে তা পুলিশ পরিবারটির মনোবল বৃদ্ধি করবে অনেকাংশে। 

পাশাপাশি, পুলিশ সুপার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী জামান আহমেদের পরিবারকে এক লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। গত ৫ মে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন তালদীঘি মডেল মসজিদের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে হালুয়াঘাট থেকে ঢাকাগামী একটি বাসের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জামান আহমেদ (৪৮) গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চাকরির সুবাদে তিনি তারাকান্দায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে যান। এরকম মৃত্যুতে তার স্ত্রী চার কন্যা সন্তানদের নিয়ে এক চরম আর্থিক ও সামাজিক দুরাবস্থার মধ্যে পতিত হন যা পুলিশ সুপারকে মর্মাহত করে। নিহত জামান আহমেদের স্ত্রী নাজনীন আক্তারের হাতে পুলিশ সুপার এই অর্থ তুলে দেন।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা, পিপিএম এই মানবিক উদ্যোগ ময়মনসিংহ জেলার সবপর্যায়ের মানুষের মধ্যে মানবতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের বিশ্বাস।

টিএইচ