সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ক্ষেতলালে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

জয়পুরহাট  প্রতিনিধি 

ক্ষেতলালে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

জয়পুরহাটের ক্ষেতলালে তুলশীগঙ্গা ইউপির অন্তর্গত দাশড়া সড়াইল গ্রামস্থ হাফিজিয়া মাদ্রসার সংলগ্ন রাস্তা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ আটকের সময় তাদের কাছ থেকে ৯০০ ট্যাপেন্টাডলসহ মাদক পরিবহনে ব্যবহূত প্রাইভেটকার উদ্ধার করা হয়। 

গত বৃহস্পতিবার রাতে ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সড়াইল গ্রামস্থ হাফিজিয়া মাদ্রসা সংলগ্ন অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, ক্ষেতলাল সদরের মীর ওবায়দুর রহমানের ছেলে মীর মোস্তাক আহম্মেদ, তালিম (২৭), পুরান বগুড়া (জেলাদারপাড়া)  রফিকুল ইসলামের ছেলে  লিখন হাসান (২০) ।

ক্ষেতলাল থাবার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৯০০ ট্যাপেন্টাডলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ বিষয়ে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের জয়পুরহাটে জুডিশিয়াল আদালতে চালান করা হয়েছে।

টিএইচ