সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কয়রায় সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন 

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রায় সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন 

কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রোপা আমন ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামে এই সমলয় পদ্ধতিতে ধান চাষের শস্য কর্তন উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষি অধিদপ্তর খুলনার তেল ফসল প্রকল্পের মনিটরিং অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, খুলনার অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপপরিচালক মিজান মাহমুদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। 

উপসহকারী কৃষি অফিসার আল মাহফুজের পরিচালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গোলাম নবী, উপসহকারী কৃষি অফিসার নাইমুর রহমান, ফারুক হোসেন, গুরুদাস মণ্ডল, উপজেলা কৃষক লীগ নেতা শাহিনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, এই প্রথম ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে আমন চাষাবাদের যাত্রা শুরু করা হয়। এই পদ্ধতিতে ব্রি ধান-৮৭ চাষ করে কৃষক ভালো ফসল উৎপাদন করতে  পেরেছেন। 

টিএইচ