সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কয়রা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

সদ্য ঘোষিত খুলনার কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার আশ্রয় নেয়া হয়েছে অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিক ব্যক্তিদের পেছনে ফেলে দিনমুজুর ও ভবঘুরেরা কমিটিতে জুড়ে বসেছে। 

জেলা বিএনপির সদস্য সচিবের আস্থাভাজনদের নবগঠিত আহ্বায়ক কমিটিতে প্রাধান্য দেয়া হয়েছে। ফলে মাঠের রাজনীতিতে টিকে থাকা দীর্ঘদিনের ত্যাগী নেতারা বাদ পড়েছেন। কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুইবারের নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শেখ আব্দুর রশিদের ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্য পদে কোনোমতে ঠাঁই মিলেছে। 

এ নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন প্রয়োজনে পদত্যাগপত্র পাঠিয়ে দেবো। উপজেলা বিএনপির সিনিয়র অনেক নেতাদের নতুন আহ্বায়ক কমিটির কোথাও রাখা হয়নি। এ তালিকায় রয়েছেন আব্দুর রহিম সানা, সরদার মতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, নুরমোহাম্মাদ জমিদার, মুনছুর রহমানসহ আরও অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম হতাশা ব্যক্ত করে বলেন, নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে আমাকে তেমন কিছু জানানো হয়নি। যুগ্ম আহ্বায়ক এমএ হাসান জানান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে তার অনুসারীদের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে স্থান দিয়ে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছেন। 

উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক মুনছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে দলের সাথে সম্পৃক্ত থেকেও বর্তমান জেলা কমিটির সদস্য সচিব ও উপজেলা সদস্য সচিবের একপেশে নীতির কারণে আমাদের মতো প্রবীণদের কমিটিতে রাখা হয়নি।

টিএইচ